আলেপ্পো থেকে সাধারণ নাগরিকদের উদ্ধার অভিযানে চালানো হামলায় ১জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সরকারি বাহিনীর দাবি করেছে বিদ্রোহীদের একটি অংশ এই হামলা চালিয়েছে। তবে তাদের এই হামলা প্রতিহত করা হয়েছে বলেও জানায় সিরিয়ান সরকার।
২৪ ঘণ্টার অস্ত্র বিরতি চলাকালে সাধারণ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়ার জন্য আলেপ্পো ছেড়ে যাওয়া বাসের বহরে এই হামলা চালানো হয়।
এই অন্যত্র নেয়ার কাজে সম্পৃক্ত মেডিকেল অফিসার ডা. হামজা আল-খাতিব সিএনএনকে বলেন, চারজন আহত এবং একজন নিহত হয়েছেন। হোয়াইট হেলমেট হিসেবে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্সের প্রধান অফিসার বেবারস মিশাল এই হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি।
আল-খাতিব বলেন, রাশিয়ান মিত্র বাহিনীর সহায়তায় আমরা আল-রামুশে প্রবেশ করছিলাম। এ সময় রাশিয়ান বাহিনীর সদস্যরা জানায়, সামনে রাস্তা পরিষ্কার আছে। তারা বাসগুলো এগিয়ে নিয়ে যেতে বলে। এ সময় একটি ট্রাক ও অ্যাম্বুলেন্স সেই রাস্তায় প্রবেশ করলে তা আক্রমণের শিকার হয়। আমি বর্তমানে হাসপাতালে আছি এবং বেবারস অপারেশন ঘরে।
অ্যাম্বুলেন্সগুলোকে রক্ষা করার দায়িত্বে নিয়োজিত এক ‘ভলান্টিয়ার’কে এ সময় স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়।
আলেপ্পোতে বিদ্রোহীদের দখলে থাকা ছোট এলাকায় এখনও ৫০ হাজার নাগরিক বন্দি আছে বলে জানায় সিএনএন।