অস্ট্রেলিয়ার সিডনি উপকূলের অদূরে পানির নিচে অপ্রত্যাশিতভাবে ৪টি বিলুপ্ত হয়ে যাওয়া আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন একদল গবেষক। আগ্নেয়গিরিগুলো প্রায় ৫ কোটি বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে।অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সির (সিএসআইআরও) গবেষকদল আগ্নেয়গিরিগুলো খুঁজে পান।নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া কিভাবে আলাদা হয়ে গেছে এ আবিস্কারের মধ্য দিয়ে সে ব্যাপারে ক্লু পাওয়ার আশা করছেন গবেষকরা।
সিডনি উপকূল থেকে ২৫০ কিলোমিটার দূরে পানির নিচে আগ্নেয়গিরিগুলোর সন্ধান মিলেছে।এগুলো এবারই প্রথম দৃষ্টিগোচর হল বলে জানিয়েছেন আগ্নেয়গিরি বিশেষজ্ঞ রিচার্ড আরকুলাস। আগ্নেয়গিরিগুলো ২০ কিলোমিটার লম্বা এবং ৬ কিলোমিটার চওড়া।এ আবিস্কারের মধ্য দিয়ে বিজ্ঞানীরা পৃথিবীর ওপরের স্তর এবং মাটির নিচের স্তরের গঠন আরো ভালভাবে বুঝতে পারবেন বলে মনে করা হচ্ছে।তাছাড়া, ৪ থেকে ৮ কোটি বছর আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া কিভাবে আলাদা হয়েছিল সে রহস্যেরও কিনারা হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।তারা বলছেন, আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে বড়টি রয়েছে সাগরস্তরের ৭০০ মাইল ওপরে। ১ দশমিক ৫ কিলোমিটার জুড়ে রয়েছে এর জ্বালামুখ।সিডনি থেকে বিবিসি’র সংবাদদাতা বলছেন, নিউজিল্যান্ডে কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি আছে। আর অস্ট্রেলিয়ায় সবর্শেষ আগ্নেয়গিরি ৫ হাজারেরও বেশি সময় আগে জেগে উঠেছিল বলে ধারণা করা হয়।