গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষুখামার এলাকায় সাঁওতালদের ওপর হামালা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলায় আরো চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের মৃত আছমান আলী পুত্র রফিকুল ইসলাম, তরফ কামাল গ্রামের কপিল মিয়ার পুত্র মোকলেছুর রহমান, কাজেম উদ্দীনের পুত্র সাহেব আলী ও মাদারপুর গ্রামের দারাজ আলী পুত্র আব্দুল মান্নান ।
ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু অজ্ঞাতনামা ৫/৬শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায়  মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই অভিযান শুরু করে এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত অভিযোগে মোট ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
গোবন্দগঞ্জ থানার এসআই আব্দুল গফুর সাঁওতালদের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় আরো চারজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৬ নভেম্বর উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে ৩০ জন আহত হন। পরে পুলিশ-র্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এসময় তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় স্থানীয় দুর্বৃত্তরা।