গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের ওপর হামালা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সাপমার ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে সরোয়ার হোসেন ও  আব্দুল রহমানের ছেলে আকবর আলী।
জানা যায়, ক্ষতিগ্রস্থ সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু অজ্ঞাতনামা ৫/৬শ’ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নেমে পরে এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, গোপন খবরের ভিত্তিতে ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে