বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ সরকারের লোকজন বলে বিএনপির কোমর ভেঙ্গে গেছে; আর দাঁড়াতে পারবে না। তাহলে সরকার কেন বিএনপিকে ভয় পায়? তিনি বলেন, যতবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নাম রাস্তা-ঘাটে সরকারের লোকেরা নেয় ততবার আল্লাহ ও রাসুলের নাম নিলে তারা বেহেস্তে যেতেন। তাদের একটাই শপথ ২০ দল, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে অপপ্রচার চালাতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার সন্ধ্যায় তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
নজরুল ইসলাম খান বলেন, প্রচলিত আইনের প্রতি সরকার বিশ্বাস রাখতে পারছে না। কারণ বিএনপি নেতাদের নামে যেসব মামলা দেয়া হয়েছে তার কোন ভিত্তি ও প্রমাণ নেই। তাই এখন বিশেষ আদালতের কথা বলছে। ট্রাইব্যুনাল গঠন করে খালেদা জিয়ার বিচারের কথা বলছে। সরকারের প্রতিহিংসার বিচার কেউ মেনে নেবে না।