সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

0
407

খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই। আজ (১৬ জনুয়ারি) বিকাল ৪ টা ২০ মিনিটে হাসপাতালে যাওয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী।

মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাসা থেকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘ ছয় বছর ধরে তিনি স্তন ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার জন্য শাম্মী আখতারকে পাঁচ লাখ টাকাও প্রদান করা হয়েছিল। আগামীকাল বুধবার জোহরের নামাজের পর শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে শাম্মী আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে শাহজাহানপুর কবরস্থানে।

শাম্মী আক্তার ১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম শামীমা আখতার। আদর করে সবাই তাকে শাম্মী বলেই ডাকতেন। সেই থেকে শামীমা, শাম্মী নাম নিয়ে সংগীতাঙ্গনের এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। মাত্র ছয় বছর বয়সে তার সংগীতজীবনের শুরু হয়। বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি সংগীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। দুই নাতি আর্শ ও আরিব।

চলচ্চিত্রে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন। ‘ঢাকা শহর আইসা আমার’, ‘আমি তোমার বধূ’, ‘মনে বড় আশা ছিল’, ‘আমি যেমন আছি’, ‘বাংলার মাটি’, ‘বিদেশ গিয়ে’, ‘সইতে পারি না’, ‘ঝিলমিল’, ‘আমার মনের বেদনা’, ‘ফুলে ফুলে বাসা’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’, ‘এই রাত বলে’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না’ গানটি গাওয়ার জন্য ২০১০ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়।