ন্টারনেটকে ষষ্ঠ মৌলিক চাহিদা বলে আখ্যায়িত করলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে। এই পাঁচটি চাহিদা মেটানোর পর আরেকটি চাহিদা মেটানো গুরুত্বপূর্ণ। সেটি হলো ইন্টারনেটের চাহিদা পূরণ।
তিনি আজ বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনলাইন নিউজ পোর্টাল ক্যাম্পাস টু ক্যারিয়ার২৪ডটকমের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
পলক বলেন, ‘দেশের তরুণদের সংখ্যা মোট জনসংখ্যার ৬৫ শতাংশ। ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে এদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে হবে। সরকার এজন্য বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে। আগামী ৩ বছরে প্রায় ৫০ হাজার আইটি এক্সপার্ট তৈরি করা হবে। যারা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে।‘
আইসিটি মন্ত্রী জানান, সরকার আইসিটি ইকো সিস্টেমকে অগ্রাধিকার দিয়ে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। এগুলো হলো, সবাইকে ইনফরমেশন কানেকটিভিটিতে অর্ন্তভূক্ত করা, হিউম্যান রির্সোচ ডেভেলপমেন্ট এবং ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন করতে ইন্ডাস্ট্রি প্রমোশন চালু করা।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন, ক্যাম্পাস টু ক্যারিয়ার২৪ডটকমের নির্বাহী সম্পাদক অঞ্জলী সরকার, পত্রিকাটির উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার এবং এমআইটির শিক্ষার্থী বৃষ্টি শিকদারসহ পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্টরা।