শ্রদ্ধা কাপুরের কাণ্ড

0
476

download (6)

নায়িকা শ্রদ্ধা কাপুর শুধু অভিনয় দিয়েই নয়, সিনেমায় গান গেয়েও সমান খ্যাতি অর্জন করেছেন শ্রদ্ধা। তিনি ফের গান গাইলেন, কিন্তু এবার সিনেমার জন্য নয় বরং একান্তই নিজের মায়ের জন্যে! ভারতের সংবাদ মাধ্যমে এমন খবরই ঘুরে বেড়াচ্ছে।

শ্রদ্ধা কাপুরের মা শিভাঙ্গিও একজন বড় গায়ক! সম্প্রতি তার মায়ের জন্মদিন উপলক্ষ্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হঠাৎ গলা ছেড়ে গেয়ে উঠেন; এবং উপস্থিত মা বাবা ও বন্ধু বান্ধবসহ সবাইকে চমকে দেন। মেয়ের এমন কাণ্ডে মা আবেগাপ্লুত হয়ে যান।