বলিউড কিং শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘রইস।’ সিনেমার ট্রেলার মঙ্গলবার ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ট্রেলার। ২ মিনিট ৪৬ সেকেন্ডের ট্রেলারটি এরইমধ্যে ১ কোটিরও বেশিবার দেখা হয়েছে।
অ্যাকশন, ড্রামা, রোমান্সে ভরা এই ট্রেলার পুরোটাই শাহরুখময়। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস।
ট্রেলারে দেখা গেছে- রইস সিনেমার প্রেক্ষাপট আশির দশকের গুজরাট। এতে শাহরুখকে কখনো আনন্দিত আবার কখনো রাগান্বিত অবস্থায় দেখা যায়। এছাড়া সিনেমার নায়িকা মাহিরা খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যেও দেখা গেছে তাকে।
এদিকে সিনেমার একটি আইটেম গানে প্রথমবারের মতো একসঙ্গে নেচেছেন শাহরুখ খান ও সানি লিওন। ট্রেলারে তার ঝলকও দেখা গেছে। ‘লায়লা ও লায়লা’ গানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের তালে কোমর দোলাতে দেখা গেছে সাবেক এ পর্নস্টারকে।
রাহুল দোলাকিয়া পরিচালিত ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।