শুধু ডন চরিত্রে অভিনয় করে নয়, তিনি আদতেই বলিউডের ডন। ক্ষমতা, খ্যাতি, সম্পদ সব দিক থেকেই এখন সবার সেরা শাহরুখ খান। সেই বলিউডের ডন-ই নাকি আন্ডারওয়ার্ল্ড ডনের টার্গেট।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আন্ডারওয়ার্ল্ড ডন রবি পুজারি শাহরুখ খানের ওপর হামলার ছক কষেছিল। শুধু শাহরুখই নন, টার্গেটে ছিলেন ফারহা খান ও মহেশ ভাটও।
গত আগস্টে প্রযোজক করিম মোরানির বাড়িতে হামলা চালিয়েছিল রবি পুজারির দল। সোমবার, সেই গ্যাংয়ের সাতজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে জানা গেছে, করিম মোরানির পর শাহরুখ এবং ফারহা খানের বাড়িতে হামলা চালাতে দলের লোকেদের নির্দেশ দিয়েছিল রবি পুজারি।
গত দুমাসে রবি পুজারির লোকেরা মহেশ ভাটের গতিবিধির ওপরও নজর রেখেছিল বলে জানতে পেরেছে মুম্বাই পুলিশ।