কলেজের অধ্যক্ষ মো. আসাদ হোসেন জানান, মঙ্গলবার মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. রুবায়েত ই সেলিম বলেন, পঞ্চম বর্ষের ছাত্র মো. জাহাঙ্গীর হোসেন তার মাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিতৎক তাকে এক্স-রে করার পরামর্শ দেন।

“তাকে হাসপাতালের এক্স-রে কক্ষে নিয়ে গেলে সেখানে থাকা আউটসোর্সিংয়ের কর্মচারীরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে পরে সংঘর্ষ হয়।”

একদল শিক্ষার্থী হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে কর্মচারীদের অভিযোগ। এ ঘটনায় শিক্ষার্থীদের বিচার দাবিতে মঙ্গলবার সকালে কর্মবিরতির পাশাপাশি বিক্ষোভ দেখায় কর্মচারীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হাসপাতালের এক্স-রে কক্ষের টেকনিয়াশান মো. শাহীন জানান, ফ্রি এক্স-রে করার জন্য কাগজে চিকিৎসকের স্বাক্ষর না থাকায় তিনি এক্স-রে করতে অপারগতা প্রকাশ করেন।