শহিদ কাপুর ও মিরা রাজপুতের বিয়ে হলো কিছুদিন আগে। সেই অনুষ্ঠান উপস্থিত ছিলেন না বলিউড তারকারা। তাঁদের জন্য আলাদা ব্যবস্থা করেই রেখেছিলেন শহিদ কাপুর। তাই রোববার রাতে মুম্বাইয়ের বিলাসবহুল প্যালাডিয়াম হোটেল হয়ে উঠেছিল এক টুকরো ঝলমলে বি টাউন। বলিউডের সব ডাকসাঁইটে তারকাই যে এসেছিলেন শহিদ কাপুরের বিবাহোত্তর সংবর্ধনায়! এনডিটিভির খবরে মিলল অনুষ্ঠানের ভেতরের খবর।
শহিদের তারকা বন্ধুবান্ধব ছাড়াও গণ্যমান্য আর শীর্ষস্থানীয়রাও ছিলেন ওই অনুষ্ঠানে। ছিলেন অমিতাভ বচ্চন, সোনম কাপুর, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, রণবীর সিং, অর্জুন কাপুর, জেনেলিয়া দেশমুখ, দিয়া মির্জার মতো তারকারা।
হাতে হাত ধরে হাসিমুখে অতিথিদের অভ্যর্থনা জানিয়েছেন শহিদ-মিরা দম্পতি। শহিদের পরনে ছিল বন্ধু কুনাল রাওয়ালের ডিজাইন করা থ্রি-পিসের স্যুট। মিরার নীল-সাদা রঙের পোশাকটির ডিজাইন করেছে মনিশ মালহোত্রা।
অতিথিদের মধ্যে অমিতাভ বচ্চন এসেছেন সবার আগে। অমিতাভের পরনে ছিল কালোরঙা গলাবন্ধ পার্টি আউটফিট। তিনি এসেই আলাপ করেন শহিদের বাবা পংকজ কাপুরের সাথে।
বাবা অনিলের সাথে এসেছিলেন মেয়ে সোনম কাপুর। চিরতরুণ অনিল ছিলেন ফর্মাল স্যুটে, নীল-সবুজের আনারকলিতে এসেছিলেন স্টাইলিশ সোনম। গোলাপি শাড়িতে এসেছিলেন কঙ্গনা রানাউত। শহিদ কাপুরের ‘শানদার’ এবং ‘উড়তা পাঞ্জাব’-এর জুড়ি আলিয়া ভাটের পরনে ছিল সাদা-লাইলাক রঙের মনিশ মালহোত্রার পোশাক।
জেনেলিয়া দেশমুখ এবং শ্রদ্ধা কাপুরের পরনে ছিল গর্জিয়াস আনারকলি। অনিতা ডোংরের ডিজাইন করা জমকালো আনারকলি পোশাকে সবাইকে চমকে দিয়েছেন দিয়া মির্জা।
ফর্মাল স্যুটে ধোপদুরস্ত হয়ে পার্টিতে একটু দেরিতেই এসেছিলেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।
শহিদ কাপুরের মা নীলিমা আজিম এবং তাঁর পুত্র ইশান খাত্তারও এসেছিলেন আগেভাগেই। শহিদ কাপুরের সৎ মা সুপ্রিয়া পাঠকের বোন রত্না পাঠক শাহ এসেছিলেন তাঁর দুই ছেলে ভিভান এবং ইমাদকে নিয়ে।
ডিজাইনার মসবা গুপ্ত ও তাঁর স্বামী মধু মন্টেনা, প্রযোজক কৃষিকা এবং সুনিল লালা, শহিদের সহ-অভিনেতা সঞ্জয় কাপুর, ইউটিভির বড়কর্তা সিদ্ধার্থ রায় কাপুর, অভিনেতা তুষার কাপুর এবং সোনু সুদ, টি-সিরিজের ভূষণ কুমার- সবাই ছিলেন এই অনুষ্ঠানে। এ ছাড়া ছিলেন বিজ্ঞাপন টাইকুন প্রহ্লাদ কাকার ও তাঁর স্ত্রী মিতালি, অনুরাগ কশ্যপ, সতীশ কৌশিক, অর্চনা পুরান সিং ও তাঁর স্বামী পরমিত শেঠি।