কয়েক ঘণ্টা আগেই সিরিয়ার প্রাচীন শহর পালমিরা দখল করেছে বলে দাবি করেছিলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। তবে এবার রুশ বিমান হামলায় শহরটি থেকে পালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
রবিবার মানবাধিকার কর্মীর বরাতে বিবিসি জানায়, রাশিয়ার বিমান হামলায় পালমিরা ছাড়তে বাধ্য হচ্ছে আইএস। এর আগে প্রায় নয় মাস পরে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা আবারো দখলের দাবি করে ইসলামিক স্টেট গ্রুপ।
গত মার্চে রাশিয়ান সেনাবাহিনীর সহায়তায় আইএসের দখল থেকে মরু শহর পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল সিরিয়ার সরকারি বাহিনী। সেই ঘটনাকে আইএসের বিরুদ্ধে বড় ধরণের বিজয় বলে বর্ণনা করা হয়েছিল। বিবিসি