রায়ের কপি প্রাপ্তির সাত দিনের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বা ডিজিটাল পাসপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কপি পাওয়ার পরই পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়।
গত বছরের ১০ ডিসেম্বর এমআরপির জন্য পাসপোর্ট অধিদফতরে আবেদন করেন রুহুল কবির রিজভী। আজ অবধি তাকে পাসপোর্ট দেয়া হয়নি। এরপর এমআরপি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে তিনি রিট আবেদন দায়ের করেন। গত ৭ জুন রিটের ওপর রুল জারি করে হাইকোর্ট।
রিজভীর পক্ষে অ্যাডভোকেট জয়নুল আবেদীন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট আজ এই রায় দেয়।