রাহুল দ্রাবিড়ের মতো একজনকে কোচ হিসেবে পেতে চায় পাকিস্তান। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। কোচ রাহুল দ্রাবিড় বদলে দিয়েছেন পৃথ্বী শাউ, শুভমন গিল, ইশান পোড়েল, কমলেশ নাগারকোটিদের। ২০৩ রানে এসেছে জয়।
ক্রিকেটার থেকে কোচ হওয়া রাহুল দ্রাবিড়ের প্রশংসায় দেশের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার রামিজ রাজাও। দেশের জুনিয়রদের খেলায় তিনি মোটেই খুশি নন। দেশের ক্রিকেটের উন্নতিতে তিনি রাহুল দ্রাবিড়ের মতো কোচ চান।
এনিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রামিজ রাজা বলেন, ‘দ্রাবিড়ের মতো একজনকে দায়িত্ব দেওয়া দরকার। তাঁকে দীর্ঘ সময়ের জন্য নিযুক্ত করতে হবে।’ ভারতীয় যুব দলের প্রশংসা করে রামিজ বলে গেলেন, ‘বেশ কিছু ভারতীয় ক্রিকেটারের টেম্পারামেন্ট আমাকে মুগ্ধ করেছে। শুভমন গিল তো দুরন্ত। গোটা কৃতিত্বটাই রাহুল দ্রাবিড়ের প্রাপ্য। দলটাকে দীর্ঘদিন ধরে তৈরি করেছে। ক্রিকেটাররা দ্রাবিড়ের থেকে অনেক কিছু শিখেছে।’
পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ রামিজ বলছিলেন, ‘ব্যাটিং, ফিল্ডিংয়ে ব্যর্থ দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত দেশের যুব দলকে ঢেলে সাজানো।’