কানে মোবাইল ফোন লাগিয়ে কথা বলতে বলতে সড়ক পার হওয়ার সময় অসর্তক অবস্থায় দ্রুতগামী ধানবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হবিবর রহমান(৪৪) নামে এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার পাঁচবিবি-বারকান্দি সড়কের ‘ধাওয়াইপুর’ নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত হবিবর রহমান একই উপজেলার আটাপুর ইউনিয়নের উচিতপুর-সাতআনা গ্রামের মোজামউদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে হবিবর রহমান মোবাইল ফোনে কথা বলতে বলতে সড়ক পার হচ্ছিলেন। এমন সময় বারকান্দি থেকে পাঁচবিবির দিকে ধান বোঝাই একটি  ট্রাক তাকে প্রচণ্ড ধাক্কা  দিলে তিনি ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে এলাকাবাসীরা ঘাতক ট্রাকটিকে পিছু ধাওয়া করলে ড্রাইভার ও হেলপার ট্রাক সড়কে থামিয়ে রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।