রাশিয়ান বিমান হামলায় সিরিয়ার উত্তরাঞ্চলে তিন তুরস্ক সেনা নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরো ১১ সেনা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাকে ‘দুর্ঘটনাবশত’ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন তুরস্কের কাছে। তুরস্কের সেনারা সিরিয়ার আল বাব শহর ইসলামিক স্টেট (আইএস) মুক্ত করার অভিযানে সিরীয় বিদ্রোহীদের সহায়তা করছিল। রাশিয়া বাশার আল আসাদের সমর্থনে সিরিয়ায় সামরিক অবস্থান গ্রহণ করেছে। তুরস্ক আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন করছে।
ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি প্রেসকভ জানিয়েছেন, পুতিন টেলিফোনে দুর্ঘটনাবশত হামলায় তুর্কি সেনার প্রাণহানির ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিবিসি ও আরটি টাইমস।