দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা বাড়াতে বাগের হাটের রামপালে বিমান বন্দর নির্মাণ করবে সরকার।
এ বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে, খান জাহান আলী বিমান বন্দর নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সব মিলিয়ে মোট দশটি প্রকল্পের জন্য ১ হাজার ৯শ ১০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়।
বাগেরহাটের রামপাল। সুন্দরবন থেকে মাত্র নয় কিলোমিটার দুরের এই জায়গাতেই নির্মাণ করা হয় দেশের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র। পরিবেশের জন্য তা বিরুপ কিনা এনিয়ে আলোচনা সমালোচনা আর তর্ক বিতর্কও কম হয়নি।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কাজের গতি বাড়াতে এই রামপালেই বিমান বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার একনেক সভায় ৫৪৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, ২০১৮ সালের জুনের মাঝেই বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে বেসরকারি বিমান চলাচল কতৃপক্ষ।
মন্ত্রী বলেন, বিমান বন্দর বাস্তবায়ন হলে বাগেরহাটের মংলা বন্দর, ইপিজেড, চিংড়ি শিল্প সহ রামপাল বিদ্যুত কেন্দ্রকে ঘিরে ব্যবসা বানিজ্য আরো সম্প্রসারন হবে।
বৈঠকে এছাড়াও অনুমোদন দেয়া হয় নয়টি প্রকল্পের। যার মোট ব্যয় ধরা হয় ১ হাজার ৯১০ কোটি টাকা।