ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধে কিশোরগঞ্জের সৈয়দ মোঃ হাসান আলী ওরফে হাছেন আলীকে ফাঁসির আদেশ দিয়েছে ।
হাসান আলীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়েছিল।
এর মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় আদালত।
তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার ছিলেন হাছেন আলী।
সে সময় তিনি তাড়াইল থানা এলাকায় ‘রাজাকারের দারোগা’ নামে পরিচিত ছিলেন।তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তিনি পলাতক আছেন।
হাসান আলীর অনুপস্থিতিতে গত বছরের ১৫ সেপ্টেম্বর মামলার বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তার পক্ষে কোনও আইনজীবী না থাকায় আব্দুস শুকুর খানকে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেয়া হয়।