প্রায় দুই ঘণ্টা পর রাজধানীর মধ্য বাড্ডায় একটি টিনশেড ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় বেলা পৌণে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে একটি ফুচকার দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

 ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌণে ১টায় লাগা ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যেই আশে পাশের ৮/৯টি স্থাপনায় ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। তবে আগুন লাগার স্থানে গাড়ি প্রবেশের পথ না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এদিকে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।
বাড্ডা থানার ওসি আব্দুল জলিল জানান, মধ্যবাড্ডা আলাতুন নেছা স্কুলের সামনে ও লায়ন চক্ষু হাসপাতালের বিপরীত দিকের একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। ওই ভবনের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি না ঢুকতে পারায় আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা অনেক উঁচু পর্যন্ত উঠে যাওয়ায় চারপাশের আবাসিক ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রগতি সরণীর এক পাশে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাদের আত্মীয়স্বজনরা দাবি করেছেন।