বিএনপিসহ বিরোধী জোটের অবরোধের মধ্যে রাজধানীর তেজগাঁও থেকে ২০টি হাতবোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. তারিকুল ইসলাম ওরফে ড্যানিস (২৬) জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ।সোমবার দুপুরে হলিক্রস কলেজ গলির পোস্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রবিউল আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্যানিস নিজেকে ছাত্রদলের কর্মী বলে স্বীকার করেছে।
“দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ জনমনে ভীতি তৈরি করতে সে হাতবোমাগুলো নিজের হেফাজতে রেখেছিল।”
পুলিশ কর্মকর্তা রবিউল বলেন, মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে রাজের নির্দেশে মিরপুর বেনারশী পল্লী থেকে ড্যানিস হাতবোমাগুলো সংগ্রহ করে বলে জানিয়েছে।