Home Hot News Today রহস্যজনক রোগে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু

রহস্যজনক রোগে নাইজেরিয়ায় ১৮ জনের মৃত্যু

0

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহরে রহস্যজনক রোগে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার দেশটির সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমে জানায়। এ প্রসঙ্গে অন্ডো রাজ্যের স্বাস্থ্য কমিশনার দায়ো আদেইয়াঞ্জু বলেন, এ রোগে ২৩ জন আক্রান্ত হয়েছেন এবং ১৮ জন মারা গেছেন।
রাজ্যের সরকারি মুখপাত্র কায়োডে আকিনমাদে এর আগে এ রোগে আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ওদে ইরেলে শহরে চলতি সপ্তাহের গোড়ার দিকে রহস্যজনক রোগটির প্রাদুর্ভাব দেয়া দেয়ার পর থেকে এতে আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছে। তাছাড়া এ রোগে আক্রান্ত হলে রোগীর প্রচন্ড মাথা ব্যথা হয়, ওজন কমে যায়, জ্ঞান হারিয়ে ফেলে এবং একদিনের মধ্যেই জ্বরে ভুগে রোগী মারা যায়। তিনি আরও বলেন, পরীক্ষাগারে পরীক্ষার পর এই রোগের কারণ হিসেবে ইবোলা বা অন্য কোন আবিষ্কৃত ভাইরাস ধরা পরেনি।