খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। আমাদের ২৩ বছরের সংগ্রামের ফসল মুক্তিযুদ্ধ। ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ পর্যন্ত সংগ্রামের মধ্যে দিয়ে অগ্নিঝরা মার্চে শুরু হয় মুক্তিযুদ্ধ।’
রবিবার  সকালে কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যে শিশু বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, সে শিশু সফল মানুষ হতে পারবে না। ’
তিনি আরো বলেন, ‘আমাদের মধ্যে দেশপ্রেম নেই বলে জঙ্গিবাদ সন্ত্রাস উৎপত্তি হচ্ছে। তবে জঙ্গি নির্মূলে বাংলাদেশ সবচেয়ে সফল।’
কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও এরিস্টোফার্মা লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বক্তব্য রাখেন।
এছাড়াও বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা সরকার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আযম খান বারকু, আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম এবং কালিন্দী ইউপি চেয়ারম্যান হাজী মোজাম্মেল হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।