স্মার্টফোন ও টেলিভিশনের মাধ্যমে বিশ্বের সকল দেশের নাগরিকদের ওপর নজরদারী চালিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। মঙ্গলবার এ তথ্য প্রদান করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ। সম্প্রতি তাদের হাতে আসা নতুন তথ্য অনুসারে, সিআইএ বেশ কয়েক বছর ধরেই সারাবিশ্বে তাদের এই নজরদারী চালাচ্ছে।
সিনেমা ও ইংলিশ টিভি সিরিজে প্রযুক্তিকে ব্যবহার করে মার্কিন বিভিন্ন গোয়েন্দা সংস্থার উদ্ভট সব কার্যাবলী দেখানো হয়। এবার বাস্তবেই সিআইএ তেমন কিছু করছে বলে জানিয়েছে উইকিলিকস। তাদের প্রকাশিত সিআইএ’র কয়েক হাজার নতুন তথ্য থেকে জানা যায়, উন্নতমানের স্মার্টফোন বা বর্তমান সময়ের স্মার্ট টেলিভিশনের মাধ্যমে সিআইএ চাইলে বিশ্বের যে কোন দেশের নাগরিকের ওপর নজরদারী চালাতে পারে। গত কয়েক বছরে তারা বেশ কয়েকবার বিভিন্ন দেশের নাগরিকদের ওপর নজরদারী চালিয়েছে বলেও সেখানে জানানো হয়।
সেখানে আরো জানানো হয়, সিআইএ বিভিন্ন হ্যাকারদের পরিচয় ধারণ করে হ্যাকিং চালিয়েছে যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন স্থানে। এর মধ্যে বেশ কিছু হ্যাকিংয়ের দায় চাপিয়েছে রাশিয়ান হ্যাকারদের ওপর।