অস্ট্রেলিয়ার মেলবোর্নে শপিং সেন্টারের ওপর একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর বিবিসি, হেরাল্ড সান।
নিহত পাঁচজনই ওই বিচক্রাফট বি২০০ কিং এয়ার উড়োজাহাজের যাত্রী। তারা সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা।
সেন্ট্রাল মেলবোর্নের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এসেনডেন বিমানবন্দর থেকে উড়ার কিছুক্ষণ পরেই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপরেই বিমানটি শপিং সেন্টারের উপর আঁচড়ে পড়ে।
ভিক্টোরিয়া পুলিশ অ্যাসিসটেন্ট কমিশনার স্টিফেন লিন জানান, দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে। ওইসময় শপিং সেন্টারটি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা তেমন বাড়েনি।
তবে বিমানটিতে থাকা সবাই নিহত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন জ্বলছে ও ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
একজন প্রত্যক্ষদর্শী মাইক কাহিল হেরাল্ড সানকে জানিয়েছেন, বিস্ফোরণের পর লাল-কালো আগুনের শিখা অন্তত ৩০ মিটার বা একশো ফুট উপরে উঠে যায়।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যাকম টার্নবুল এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানিয়েছে, টুইন ইঞ্জিনের বিমানটি দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।