বিশ্বব্যাপী নিজের জনপ্রিয়তা আবারো প্রমাণ করলো উইন্ডোজ। মাত্র ২৪ ঘণ্টায় ১ কোটি ৪০ লাখ মানুষ এই অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উইন্ডোজ ১০ ইনস্টল করেছে।
শুক্রবার একটি ব্লগের এই দাবি করেছে মাইক্রোসফট করপোরেশন।
তারা দাবি করছে, এ অংকটি আরো বড় হতে পারে। তবে আপাতত এ সুযোগ শুধু তারাই পাচ্ছেন যারা আগে থেকেই রিজার্ভ করে রেখেছেন।
মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহেতি বলেন, ‘এখন ১ কোটি ৪০ ডিভাইসে উইন্ডোজ ১০ চলছে। তবে আপনারা যারা আপগ্রেডেশনের জন্য রিজার্ভ করেছেন তাদের সবার চাহিদা পূরণ করতে আরো কিছু আপগ্রেড করতে হবে।’
এর আগে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর ৪ কোটি লাইসেন্স বিক্রি করেছে। ২০১২ সালের জানুয়ারি অবমুক্ত করা এটিই তাদের সর্বশেষ সংস্করণ। তবে উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ এর মধ্যে বড় পার্থক্য রয়েছে। এছাড়া এটি আগের ব্যবহারকারীরা বিনামূল্যে পাচ্ছেন।
আপগ্রেডেশনের যারা রিজার্ভ করেছেন কিন্তু এখনো আপগ্রেড করেননি তাদের সিস্টেম ট্রেতে নোটিফিকেশনটি চেক করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। আর যারা এখনো রিজার্ভ করেননি তারা Get Windows 10 অ্যাপের মাধ্যমে তা করতে পারবেন।