মিশরের রাজধানী কায়োরোতে কপ্টিক ক্যাথেড্রালে বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এই হামলায় আরো অনেক মানুষ আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, তবে স্থানীয় গণমাধ্যমে বোমা হামলার কথা বলা হচ্ছে। বিস্ফোরণটি সেন্ট মার্ক ক্যাথেড্রালের সামনে অবস্থিত সেন্ট পিটার্স চার্চে আঘাত হেনেছে। দুটি গির্জা একই কমপ্লেক্সে অবস্থিত। স্থানীয় সময় সকাল ১০টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল ঘাফার ও কায়রোর নিরাপত্তা প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মিশরের মোট জনসংখ্যার ১০ শতাংশ কপ্টিক খ্রিস্টান। সেন্ট মার্ক ক্যাথেড্রাল মিশরে কপ্টিক খ্রিস্টানদের সদর দফতর এবং তাদরে নেতা পোপ দ্বিতীয় তাওয়ারদোসের বাসভবন।
এর আগে শনিবার গিজার পিরামিডের পথে এক পুলিশ চেক পয়েন্টে বোমা হামলায় ছয় পুলিশ নিহত হয়েছিল। সম্প্রতি সংগঠিত জঙ্গি গোষ্ঠী হাসম সেই হামলার দায় স্বীকার করে। বিবিসি।