কানাডার বৃহত্তম প্রদেশ অন্টারিও তাদের প্রাদেশিক পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চের সম্মানে মার্চ মাসকে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে।
শুক্রবার স্কারবোরো সাউথওয়েষ্ট এলাকার লরেঞ্জো বেরারডিনেটি, এমপিপি এই প্রস্তাব বিল আকারে উত্থাপন করলে তা বিচেস ইষ্ট ইয়র্ক এলাকার আর্থার পটস, এমপিপি সমর্থন দেন। ফলে প্রস্তাবটি এসেম্বলিতে গ্রহণের অনুমোদন পায়।
পরবর্তী পর্যালোচনার (সেকেন্ড রিডিং) পর প্রস্তাবটি অনুমোদনের জন্য লেজিসলেটিভ এসেম্বলিতে আসবে। সেখানে অনুমোদিত হলে এটি প্রভিন্সে মার্চ মাস বাংলাদেশ হেরিটেজ মাস হিসেবে স্বীকৃতি পাবে।
আশা করা যাচ্ছে, আগামী বছর ২০১৭ সালের মার্চ থেকে তা বাস্তবায়ন হবে।