পৃথিবীতে খুব দ্রুত জীবাশ্ম জ্বালানী শেষ হয়ে যাচ্ছে ,চলছে বিকল্প জ্বালানীর সন্ধাান । আর পৃথিবীব্যাপী বিজ্ঞনীদের চলছে নতুন নতুন আবিস্কারের প্রতিযোগিতা ।তেমনি ইউ কে থেকে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটা দল মাধ্যাকর্ষণ বল দ্বারা চালিত বিশ্বের প্রথম লাইটবাল্ব আবিষ্কার করেছে ।

তারা এইটার নামকরণ করেছে মাধ্যাকর্ষণ আলো ।এটির ওজন খুব অল্প , প্রাথমিক ভাবে  ব্যবহারকারীকে প্রায় 20-30 মিনিট  আলো প্রদান করতে পারে ।

দলটি এখন তাদের  দ্বিতীয় সংস্করণের মাধ্যাকর্ষণ আলো বা  GravityLight  বের করতে চায় যেটি হালকা উজ্জ্বল,  দীর্ঘস্থায়ী এবং সহজে ব্যবহারযোগ্য হবে ।যার জন্য তাদের $ ১৯৯.000 ডলার  অর্থায়নের প্রয়োজন । শুধুমাত্র প্রায় $ 10 ডলার খরচ হবে প্রতিটি বাল্বে ।যা কেরোসিন আলোর, তুলনায়  অনেক সস্তা ।

GravityLight উন্নয়নশীল দেশের পরিবারের প্রতি  লক্ষ্য করে তৈরি করা হবে বলে এই তথ্য জানিয়েছেন  তারা ।  মাধ্যাকর্ষণ সম্পর্কে ভাল জিনিস হল এটা বিনামূল্যে পাওয়া যায় । সহজ বিজ্ঞান ব্যবহার করে  বৈশ্বিক সমস্যার সমাধান করা ।