Home Hot News Today মাইক্রোসফট অফিস আসছে অ্যান্ড্রয়েডে!

মাইক্রোসফট অফিস আসছে অ্যান্ড্রয়েডে!

মাইক্রোসফটের অফিস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টকে অ্যান্ড্রয়েড মোবাইলে চালানোর জন্যে এদের নতুন সংস্করণ বের করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামগুলো বিভিন্ন যন্ত্রে ছড়িয়ে দেওয়ার জন্যে গুগলের প্লে স্টোরে এদের নতুন সংস্করণ পাওয়া যাবে শিগগিরই।

অ্যান্ড্রয়েড ছাড়াও আইওএস এবং আইপ্যাডে এগুলো ব্যবহারের উপযোগী করে তুলতে চাইছে আমেরিকার এই টেক টাইটান। এই সিদ্ধান্তের ফলে বিশ্বের আরো লাখো-কোটি যন্ত্রে মাইক্রোসফট অফিস ব্যবহৃত হবে।
মাইক্রোসফট অফিস টিমের করপোরেট ভাইস প্রেসিডেন্ট কির্ক কোয়েনিগসবায়ের এক বক্তব্যে বলেন, অফিস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টকে অ্যান্ড্রয়েডে আনার বিষয়টি আনন্দের সঙ্গে ঘোষণা করছি।
এর সঙ্গে ডিজিটাল ফাইল স্টোরেজ সার্ভিস বক্স, গুগল ড্রাইভ এবং ওয়ার ড্রাইভের সঙ্গে সংযোগ স্থাপনকে আরো সহজ করা হবে। এ পদক্ষেপের কারণে মাইক্রোসফটের অফিস ৩৬৫ সার্ভিস ব্যবহারে মানুষ আরো আগ্রহী হয়ে উঠবে।