যুক্তরাষ্ট্রে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গত মঙ্গলবার কয়েক ঘন্টার জন্য বিদ্যুতহীন হয়ে পড়ে ওয়াশিংটন ডিসি ও হোয়াইট হাউস। ঐদিন সন্ধ্যার দিকে ঐ বিদ্যুত্ বিভ্রাটের কারণে বিদ্যুতহীন হয়ে পড়ে বিচার বিভাগ এবং পররাষ্ট্র বিভাগ। এছাড়া মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং বিশ্বব্যাংকের কিছু অফিসও বিদ্যুত্ বিপর্যয়ের শিকার হয়। বিদ্যুত্ বিভ্রাটের কারণে পররাষ্ট্র বিভাগের দৈনন্দিন সংবাদ সম্মেলন বাতিল করা হয়। খবর বিবিসি’র।
হোয়াইট হাউসের মুখপাত্র জোশ আর্নেস্ট সংবাদ সম্মেলনে বলেন, বিকল্প বিদ্যুত্ ব্যবস্থা চালু হওয়ার আগে হোয়াইট হাউস এবং প্রেস রুম কিছু সময়ের জন্য অন্ধকার ছিলো। তবে ঐ সময়ে প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে ছিলেন না। তিনি ওভাল অফিসে ছিলেন। একারণে বিদ্যুত্ বিভ্রাটের কারণে তিনি কোন ধরনের সমস্যায় পড়েননি। ধীরে হলেও হোয়াইট হাউসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বৈদ্যুতিক কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটনের দক্ষিণে অবস্থিত মেরিল্যান্ডের একটি বৈদ্যুতিক সাব স্টেশনে গোলযোগের কারণে ওয়াশিংটন ডিসি ও হোয়াইট হাউসসহ বেশ কিছু জায়গার বিদ্যুত্ সংযোগ বন্ধ ছিলো। তবে কয়েক ঘন্টার মধ্যেই পুনরায় বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। দ্য সাউদার্ন মেরিল্যান্ড ইলেকট্রিক কোঅপারেটর (এসএমইসিও) জানিয়েছে, পেপকো ট্রান্সমিশন কন্ডাক্টর নষ্ট হয়ে এই বিভ্রাট দেখা দেয়। পাওয়ার সাপ্লাইয়ার কোম্পানি পেপকো হোল্ডিং জানিয়েছে, মেরিল্যান্ডের চার্লস কাউন্টিতে নষ্ট হওয়া ট্রান্সমিশন যন্ত্রপাতি মেরামত করা হয়েছে।
অনেকে উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটন ডিসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় হঠাত্ বিদ্যুত্ বিপর্যয় দেখা দেয়ায় এই ঘটনায় জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এই ঘটনার সাথে জঙ্গি গোষ্ঠীর কোন সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।