ভ্রমণের শহর দুবাই

0
482

দুবাইঃ দুবাইকে মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র বলা হয়।দুবাই শহর টিকে উষর মরুভুমি সিক্ত করে বানানো হয়েছে ।আরব আমিরাতের সাততিক প্রদেশের মধ্যে দুবাই একটি দুবাই শহরটি পারস্য উপসাগরের দক্ষিণ তীরে আরব উপদ্বীপে অবস্হিত।আল মাকতুম পারিবার ১৮৩৩ সাল থেকে দুবাই শাসন করে আসছে। মুহাম্মদ বিন রশীদ আল মাকতুম দুবাইয়ের বর্তমান শাসক, পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন। দুবাইয়ের প্রধান রাজস্ব আয় হচ্ছে পর্যটন ,রিয়েল এস্টেট এবং অর্থনৈতিক সেবা। দুবাইয়ের ৩৭ বিলিয়ন ডলারের অর্থনীতিতে তেল এবং প্রাকৃতিক গ্যাস হতে রাজস্ব আসে ৬% এর ও কম।দুবাই শাহর ভ্রমন করতে প্রতি বছর প্রায় ৭.৬ মিলিয়ন পর্যটক আসে।geo_24335de_1