ভ্যাটের হার ১২ শতাংশ করার দাবি

0
504

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ভ্যাটের হার ১২ শতাংশ করার ব্যাপারে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডার্টিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে নতুন আইনে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ১৫ শতাংশ নির্ধারণ না করে ১২ শতাংশ করার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করছি।’

সোমবার বিকেলে রাজধানীর মিরপুর-১৪ তে অবস্থিত পুলিশ স্টাফ কলেজ অডিটরিয়ামে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন- ২০১২, করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক’ সেমিনারে এ দাবি জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস এক্সাইজ ভ্যাট ও মূসক ঢাকা পশ্চিম অঞ্চল এ সেমিনারের আয়োজন করে।

এফবিসিসিআই সভাপতি বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে শুরু থেকেই ব্যবসায়ীরা দ্বিধা দ্বন্দে ছিলেন। ছোট ব্যবসায়ীদের ঝামেলা মুক্ত করতে ৩৬ লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স মওকুফের দাবি ছিল। ১৯৯১ সাল থেকে ব্যবসায়ীরা বিদ্যমান আইনে ভ্যাট দিয়ে অভ্যস্ত। হঠাৎ করে নতুন আইন দেখলে সবাই ভয় পায়, আর এটা স্বাভাবিক বিষয়।’

এছাড়া পণ্যের ওপর ঢালাওভাবে ১৫ শতাংশ ভ্যাট চালু থাকার বিষয়টি ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত বোঝা বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার অনেক বেড়েছে। গ্রামেও এখন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুধু শহরের ব্যবসায়ীদের কাছ থেকে কর আদায়ের চিন্তা বাদ দিয়ে গ্রামের ব্যবসায়ীদের দিকেও নজর দিতে হবে। এক্ষেত্রে করদাতাদের সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের ভ্যাট দিতে সমস্যা হবে না। তবে ভ্যাট নিয়ে ভীতি সঞ্চারের করা যাবে না।’

সেমিনারে এনবিআরের কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ীক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় ব্যবসায়ীরা নতুন আইনের বিভিন্ন বিষয়ের সঙ্গে তাদের ব্যবসার সম্পর্ক ও অসামঞ্জস্যতা তুলে ধরেন।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম অঞ্চলের কমিশনার সাইফুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) আইন-২০১২ এর আইনসমুহ সংক্ষেপে উপস্থাপন করেন যুগ্ম কমিশনার শামীম আরা বেগম।