ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন ভোট ছিনতাই ঠেকাতে পাহারার ব্যবস্থা করবে বিএনপি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শতকরা ৯৯ ভাগ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ মন্তব্য করে ‘ভোট ছিনতাই’ ঠেকাতে পাহারার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে বিএনপি।
তিনি বলেন, “ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে মন্ত্রী-এমপিরা বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘নীলনকশা’র অংশ হিসেবে প্রহসনের নির্বাচন করতে চায়। তারা আমাদের কর্মীদের উপর হামলা করছে, পোস্টার ছিঁড়ে ফেলছে। প্রশাসন নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, নির্বাচনী কাজে হস্তক্ষেপ করছে।
“নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কি আমরা ধরে নেব, সরকারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন কমিশনও একটা প্রহসনের নির্বাচন করতে চায়?”
“আমরা প্রহসনের নির্বাচন করতে দেব না। ভোটাররা আমাদের সঙ্গে আছে। আমরা কেন্দ্রে কেন্দ্রে পাহারা দেব। ভোট ছিনতাই করতে কেউ আসলে আমরা তা প্রতিহত করব।”
মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের প্রধান দপ্তরে সকালে সংবাদ সম্মেলন করেন হান্নান শাহ।
ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আমরা শুনেছি, নির্বাচনের দিন আমাদের এজেন্টদের কাজ করতে দিবে না। গণনার পর সরকারি দলের প্রার্থীর মোট ভোটের জায়গা খালি রেখে দেওয়া হবে, যাতে পরে ইচ্ছামতো সংখ্যা বসানো যায়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে বলে অভিযোগ করেন বিএনপি নেতা হান্নান শাহ।
এ পরিস্থিতিতে শতকরা ৯৯ ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’ মনে করছেন বলে জানান বিএনপি নেতা হান্নান শাহ।