যুগের সাক্ষী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান ভবন ভেঙ্গে দিয়ে সেখানে নতুন ভবন নির্মান করা হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি এখানে থাকবে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়।

আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু এভিনিউর ২৩ নম্বর অবস্থিত এই ভবনের জায়গায় উঠবে বহুতল ভবন। দীর্ঘ দিন ধরে এই ভবনটি ভারা নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করা হয়। সম্প্রতি ভবনের জায়গাটি কিনে নেয় আওয়ামী লীগ।

দীর্ঘ পরিসরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নতুনত্বের এই ক্রমধারা শুরু হয়েছে বলে জানা যায়। দীর্ঘ দিন ধরে এই গুলিস্তানেই এই জীর্ণ শীর্ণ ভবনে সাংগঠনিক কার্যক্রম চালাতে খুব’ই বেগ পেতে হচ্ছিল দলটিকে। নতুন ভবন হলে অনেকটাই খোলা মেলা ভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে দলটি।

বর্তমানে এই কার্যালয়ে আওয়ামী লীগের সাথে রয়েছে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা লীগের অফিস। সূত্র জানায়, এরি মধ্যে নতুন ভবনের নকশাও অনুমোদন দিয়েছে দলের সভাপতি।

সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কোন রদবদল হয় না। ২৩ বঙ্গবন্ধু এভিনিউতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থাকবে। অন্যদিকে ধানমন্ডি (৩) তিনেই থাকবে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়।

উল্লেখ, ১৯৪৯ সালের ২৩ জুন ততকালীন পূর্বপাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠালাভ করে। পরবর্তীতে ৫৪’র যুক্তফ্রন্ট, ৬৬টির ছয় দফা ও ৬৯এর গণঅভ্যুত্থান এবং মুসলিম শব্দটি বাদ দিয়ে শুধু আওয়ামী লীগের পথচলায় আজকে স্বাধীনতার ৪৪ বছর শেষে ৩ বারের মত দেশের ক্ষতাসীন দলের আসনে আছে।