উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশ কোনো ভিক্ষা নেয় না, ঋণ নিয়ে সুদসহ তা পরিশোধ করে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা-২০১৫ ও বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এবারের বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হলো ‘পাহাড়, সমতল, উপকূলে গাছ লাগাই সবাই মিলে’।
এ সময় বন ও পরিবেশ রক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ এবং বনায়ন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ জন্য আমরা একদিকে বিদ্যমান বন সংরক্ষণে পদক্ষেপ নিয়েছি।
এছাড়া সরকারি পর্যায়ে নতুন বনায়ন ও বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দিয়েছি। দেশের উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী করার ওপর জোর দেওয়া হবে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।
‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৫’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৫’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।