ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের উপস্থিতি নজরে আসতেই শুরু হয়েছিল বিতর্ক৷তা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় ভারতের৷ এবার শ্রীলঙ্কা ও পাকিস্তান উপকূলে তাদের সাবমেরিনের উপস্থিতি নিয়ে মুখ খুলল চীন৷সাফাইয়ের পাশাপাশি ভারতের উদ্দেশে হুঁশিয়ারিও ছুঁড়ে দিল তারা৷বাণিজ্য ও সুরক্ষার স্বার্থেই ভারত মহাসাগরে তাদের সাবমেরিন পাঠানো হয়েছিল বলে দাবি করেছে পিপলস লিবারেশন আর্মি৷ পাশাপাশি, ভারত মহাসাগরের আনন্তর্জাতিক পানিপথকে নিজেদের সম্পত্তি ভাবলে নয়াদিল্লি ভুল করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা৷
বিশেষ করে ২০০৮ সাল থেকে সোমালিয়া উপকূলে জলদস্যুদের উৎপাত রুখতে পদক্ষেপ নিয়েছে চীনা নৌসেনা৷ তবে, ফের ভারত মহাসাগরে তাদের আনাগোনার পিছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে বলে মত ভারতীয় নৌসেনা কর্মকর্তাদের৷
কিন্তু, চীনের প্রতিরক্ষামন্ত্রী ও পিএলএ-র উচ্চপদস্থ কর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘একে অপরের উপর আস্থা রেখে ভারত ও চীন দু’দেশেরই সেনাদের একযোগে কাজ করা উচিত৷ আন্তর্জাতিক পানিসীমায় আমাদের সাবমেরিনের উপস্থিতিতে কোনো দেশেরই দুশ্চিন্তার কোনো কারণ নেই৷’