আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যারা এতোদিন ধরে ভারত সম্পর্কে নেতিবাচক রাজনীতি করেছেন, যে ভারত আসলে আমাদের সব নিয়ে যাবে, এটি হচ্ছে পাকিস্তানি মানসিকতা। এই পাকিস্তানি করণের রাজনীতির বিষয়টি দূর হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
সুরঞ্জিত সেন বলেন, ভারত সীমান্ত চুক্তির মাধ্যমে তারা তাদের ঐক্যমত প্রকাশ করেছে। আমাদের দেশেও একটি ঐক্যমতের রাজনীতির প্রকাশ ঘটেছে। যারা ভারত বিরোধী রাজনীতি করছে তারাও ভুল-ত্রুটি বুঝে সীমান্ত চুক্তিসহ যে কয়টি চুক্তি হয়েছে তাতে ঐক্যমত প্রকাশ করেছে। দুই দেশের জন্য বিশেষ করে আমাদের জন্য মাইল ফলক।
তিনি বলেন, এতদিন যে আমরা অনৈক্যের রাজনীতি করেছি তাতে ক্ষতি ছাড়া লাভ হয়নি। এখন যদি আমাদের এই বোধ উদয় হয় যে জাতীয় স্বার্থে বৃহৎ প্রতিবেশির সাথে আঞ্চলিক, উপ-আঞ্চলিক উন্নয়নের স্বার্থে ঐক্যমত হওয়া ছাড়া দ্বিমত হওয়ার সুযোগ নেই। নতুন রাজনীতির প্রাক্কালে বিএনপি প্রতিনিধি দলের বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন ছিল। রাজনৈতিক ভাষাও অনেক সংযত ছিল। সুরঞ্জিত বলেন, বিরোধী দলও যে অবশেষে এই বিষয়টি অনুধাবন করেছেন, আমি তাদেরকেও অভিনন্দন জানাই। তারাও বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে তাদের আলোচনা ইতিবাচক হয়েছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।