Home Hot News Today ভারতে পরীক্ষায় নকল করতে সাহায্য করে পিতা-মাতারা !!!

ভারতে পরীক্ষায় নকল করতে সাহায্য করে পিতা-মাতারা !!!

0

পরীক্ষায় নকল করা ভারতের জন্য নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই চলে আসছে তাদের সংস্কৃতিতে।

কিন্তু এবার তারা পূর্বের সব রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েছে।
গত বৃহষ্পতিবার বিহার এর একটি শিক্ষাপ্রতিষ্ঠান এ ১০ম শ্রেনীর পরীক্ষা চলাকালীন সময় এরকমই এক চিত্র দেখা যায়, যেখানে পরিক্ষাত্রী দের আত্তীয়-স্বজন এমনকি পিতামাতাদেরও দেখা যায় নকলে সাহায্য করতে।

ভিডিও দেখুন এখানে :

http://www.washingtonpost.com/posttv/world/asia_pacific/parents-friends-help-indian-students-cheat/2015/03/20/e32200bc-cee7-11e4-8730-4f473416e759_video.html

অভিবাবকরা বিল্ডিং এর দেয়াল বেয়ে ২-৩ তলার উপরে উঠেও নকল করতে পরীক্ষার্থী দের সাহায্য করে।

এদিকে এই খবর বিশ্ব মিডিয়ার নজরে এসেছে এবং কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর সম্পর্কে নিন্দা জানিয়েছেন তাদের মিডিয়ার মাধ্যমে।

বি বি সি , সি এন এন , ওয়াশিংটন পোস্ট এর মত মিডিয়া গুলোতে সংবাদ টি বেশ নিন্দিত ভাবে প্রকাশ পেয়েছে !

 

স্থানীয় প্রতিবেদক : মাহবুবুল হক রিদয়