Home Hot News Today ভারতের বিমানবন্দরে হাই অ্যালার্ট

ভারতের বিমানবন্দরে হাই অ্যালার্ট

0

ভারতের মুম্বাই, চেন্নাই ও হায়দরাবাদ বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

বিমান ছিনতাইয়ের আশংকা থেকে এই বিশেষ সাবধানতা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির।

ইতিমধ্যে ছিনতাইবিরোধী কার্যক্রম শুরু করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

এছাড়া ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে পূর্ণ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এক নারীর পাঠানো ই-মেইল বার্তার কারণেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

ওই ই-মেইলে জানানো হয়, কয়েকদিন আগে ওই নারী ছয় ব্যক্তির কথোপকথন শুনে ফেলেন। সে সময় ওই ব্যক্তিরা বিভিন্ন বিমানবন্দর থেকে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা নিয়ে আলাপ করছিল।

এই ই-মেইলের পর মুম্বাই পুলিশ নড়েচড়ে বসে। প্রতিটি বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

এছাড়া বিমান চলাচল কর্তৃপক্ষ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের যাত্রীদের বিমানবন্দরের নিরাপত্তায় দায়িত্বরতদের সহায়তার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি একদম শেষ সময়ে বিমানের যাত্রী না হয়ে সময় নিয়ে বিমানবন্দরে এসে সকল আনুষ্ঠানিকতা সকিঠকভাবে শেষ করে বিমানে উঠার পরামর্শ দিয়েছে বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।