প্রথম তিনদিন ভালো ব্যবসা করলেও সোমবার থেকে দুটো সিনেমারই আয়ের রেখা নিম্নমুখী হতে শুরু করেছে। ভারত ও আন্তর্জাতিক বাজারের সম্মিলিত হিসাবে রবিবার পর্যন্ত  ‘দিলয়ালে’  আয় করেছে ১২১ কোটি রুপি। এর মধ্যে ভারতের ভেতর আয় ছিল ৬৫ কোটি ৯ লাখ রুপি এবং বিশ্ববাজারে ৫৬ কোটির মতো।
অপরদিকে ‘বাজিরাও মাস্তানি’র আয় ছিল ৯০ কোটি ৮০ লাখ রুপি। যার মধ্যে ভারতের ভেতরে সিনেমাটির সংগ্রহ প্রায় ৬০ কোটি ৮০ লাখ এবং আন্তর্জাতিক বাজার থেকে আরো ৩০ কোটি রুপি। কিন্তু সোমবার হিসাব পাল্টে গেছে বেশ খানিকটা।
বানিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, মুক্তির পর প্রথম সোমবারই ‘দিলওয়ালে’র টিকিট বিক্রি কমে গেছে ৫০ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার টিকিট বিক্রি কম হয় এমনিতেই, তবে ‘দিলওয়ালে’র ক্ষেত্রে একটু বেশিই কমে গেছে বলে ধারণা বিশ্লেষকদের।
অপরদিকে ‘বাজিরাও মাস্তানি’র টিকিট বিক্রি কমেছে মাত্র ১০ শতাংশ। মারাঠা সেনানায়ক পেশোয়া বাজিরাওয়ের চরিত্রে রানভির সিং মুগ্ধ করেছেন সমালোচক এবং সাধারণ দর্শকদের। তারই প্রভাব পড়েছে সিনেমাটির ব্যবসায়। মোট আয়ে এখনো ১৮ কোটি রুপি পিছিয়ে থাকলেও অতি দ্রুতই শাহরুখের ‘দিলওয়ালে’কে ছাড়িয়ে যাবে বলেই ভাবছেন বিশ্লেষকরা। অন্তত ‘দিলওয়ালে’র টিকিট বিক্রির মন্থর গতি তাই নির্দেশ করছে।
‘দিলওয়ালে’ নির্মাতারা ভাবছেন ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখ মন্তব্য নিয়ে বিতর্কের প্রভাব পড়েছে সিনেমাটির ব্যবসায়। মধ্য প্রদেশ, রাজস্থান এবং বিহারের কয়েকটি স্থানে ‘দিলওয়ালে’র প্রদর্শনী বন্ধ রয়েছে বলে জানান পরিচালক রোহিত শেঠি।