বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ও ছবি ব্যবহার করে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনের জন্য ভোটার পরিচয়পত্র ইস্যু হয়েছে। তবে এই পরিচয়পত্রকে ভুয়া উল্লেখ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য এমন একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেছেন আদতে ইস্যু হওয়া অনেক ভুয়া পরিচয়পত্রের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয় পত্রটিও একটি।
বুধবার ভারতের প্রভাবশালী ইন্ডিয়া টুডে পত্রিকায় Will Bangladesh PM Sheikh Hasina vote in Karnataka civic polls? শিরোনামে এ নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে বলা হয়, ‘বিশ্বাস করুন, আর না-ই করুন, মনে হচ্ছে বেঙ্গালুরুর আসন্ন পৌর নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট দেবেন বলে মনে হচ্ছে।
কর্নাটকে শেখ হাসিনার নামে ইস্যু হওয়া ওই ভোটার পরিচয়পত্রে যথাযথভাবে তার স্বামীর নাম লেখা হয়েছে মরহুম ওয়াজেদ মিয়া। কার্ডে বলা হয়, তিনি বেঙ্গালুরুর তানিসান্দ্রা এলাকার বাসিন্দা। পরিচয়পত্রটির নম্বর হলো : জেডবিজি৮৮৯৩১৫০। তবে পরিচয়পত্রটিতে শেখ হাসিনার জন্মগ্রহণের সাল লেখা হয়েছে ১৯৯২।
ভারতের প্রভাবশালী দৈনিক ইনডিয়া টুডে জানিয়েছে, আসন্ন জুলাই মাসের কর্নাটকের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকায় অনেক ভুয়া নাম অন্তর্ভূক্ত হয়। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কে জে জর্জ এ ঘটনার ভুল স্বীকার করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ধরিয়ে দেয়ার জন্য ৫০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা হয়েছে- এমন একজন প্রতারক ভার্জিনিয়া দো ইয়াও’র নামেও ভুয়া পরিচয়পত্র ইস্যু হয়েছে।