মৃত্যুর পাঁচ মাস অতিবাহিত হলেও জাতীয় সংসদের গ্রন্থাগারের দেয়ালে শোভা পাচ্ছে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের নাম সংবলিত একটি চিঠির বাক্স। এবং সেখানে নিয়মিতই পৌঁছে দেয়া হচ্ছে ওই আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের নামের চিঠিগুলো।
শুধু টাঙ্গাইল-৮ আসনের ক্ষেত্রেই নয়, এখন পর্যন্ত দশম জাতীয় সংসদের আরো যে চারটি আসনে (বরিশাল-৫, নারায়ণগঞ্জ-৫, সিরাজগঞ্জ-৩ ও মাগুড়া-১) উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার সবগুলোর ক্ষেত্রেই এমনটা ঘটেছে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরন গত বছরের ৯ এপ্রিল মারা যান। ওই বছরের ১৫ জুন অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী হন তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ হিরন। এর কিছুদিন পর ৩০ এপ্রিল মারা যান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নাছিম ওসমান। এরপর ২৬ জুনের উপ-নির্বাচনে নির্বাচিত হন তার ভাই সেলিম ওসমান। গত বছরের ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ৩০ নভেম্বর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় গাজী ম ম আমজাদ হোসেন মিলনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সর্বশেষ গত ৯ মার্চ মারা যান মাগুরা-১ আসনের সংসদ সদস্য ডা. অধ্যাপক সিরাজুল আকবর। গত মাসের ৩০ মে অনুষ্ঠিত উপ-নির্বাচনে ওই আসনে বিজয়ী হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আব্দুল ওয়াহহাব।
কিন্তু সংসদের অভ্যন্তরে থাকা ওই চিঠির বাক্সে নতুন এসব সদস্যদের কারো নাম স্থান পায়নি। পাঁচটি বাক্সেই আগের সদস্যদের নাম শোভা পাচ্ছে। বিষয়টি অবশ্য চোখ এড়ায়নি নতুন সদস্যদের। কিন্তু পাছের মানুষ কী ভাবেন এজন্য তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করছেন না। আবার তিনটি আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন মৃত সদস্যদের নিকটজনেরা। সে কারণেও তারা বিষয়টি নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না। ফলে নতুন সদস্যদের নামে যত চিঠি আসছে তার সবগুলোই জমা পড়ছে সংশ্লিষ্ট আসনের মৃত সদস্যদের নামের চিঠির বাক্সগুলোয়।
সংসদ সদস্যদের মতে, সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের উদাসীনতায় এমনটা ঘটছে। কর্মকর্তারা একটু দায়িত্বশীল হলেই ছোট ছোট এসব ত্রুটিগুলো দূর করা সম্ভব।
সংসদ সচিবালয়ের এমন উদাসীনতায় এর আগে নবম সংসদে এক সংসদ সদস্যের মৃত্যুর তিন মাস পর তার নামে পারিতোষিক তুলে নেয়ারও অভিযোগ ওঠে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি তদন্তকালে এর সত্যতাও পেয়েছে। যেখানে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তার জড়িত থাকারও অভিযোগ মেলে।