‘বীরাঙ্গনাদের তালিকা সংরক্ষিত নেই’

0
424
‘বীরাঙ্গনাদের তালিকা সংরক্ষিত নেই’

images (4)

বীরঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ের কাছে সংরক্ষিত নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয়েরমন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরে বীরঙ্গানাদের যে তালিকা সংরক্ষিত আছে, তার ভিত্তিতেই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।তিনি আরো জানান, এবিষয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গৃহীত সিদ্ধান্ত অনুসারে তালিকাভুক্তির প্রাথমিক প্রক্রিয়া চলমান রয়েছে।

১৯৭১ সালে যাঁরা স্বাধীনতা যুদ্ধে নিজেদের সম্ভ্রম হারিয়ে ও নির্যাতনের বিনিময়ে পেয়েছেন কেবল ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি। স্বাধীনতার দীর্ঘ ৪৩ বছর পরেও এইসব বীরঙ্গনাদের কোন তালিকা মন্ত্রণালয় নেই।বেচে থাকা বীরঙ্গনারা দীর্ঘদিন থেকেই দাবী করে আসছিলেন তাদেরকেও যেন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। এছাড়া সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার পাশা পাসি নিয়মিত ভাতার ব্যবস্থা করাও দাবী ছিল জোড়ালো।
তবে বর্তমান সরকার বীরঙ্গনাদেরও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবেন এমন খবরে খুশি বেচে থাকা বীরঙ্গনারা।