নিউজিল্যান্ডের একটি কেন্দ্র থেকে এই প্রথম বেসরকারিভাবে রকেট উৎক্ষেপণ করলো এক মার্কিন কোম্পানি। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি জানাচ্ছে, মার্কিন কোম্পানি রকেট ল্যাব বিশ্বে প্রথম ‘প্রাইভেট লঞ্চিং’ সুবিধা নিয়ে মহাশুণ্যে এই রকেট পাঠিয়েছে।
রকেট ল্যাব এক টুইটবার্তায় জানায়, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় মাহিয়া দীপের একটি বেসরকারি কেন্দ্র থেকে ১৭ মিটার বা ৫৮ ফুট দৈর্ঘ্যের এই রকেটটিকে উৎক্ষেপণ করা হয়।
তারা আরো জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে এটিই তাদের প্রথম উৎক্ষেপণ ছিলো। আর এর মাধ্যমেই মহাশুণ্যে ছোট ছোট উপগ্রহ ও অন্যান্য জিনিস প্রেরণের উদীয়মান বাজারে প্রবেশ করেছে তারা। এছাড়া এ বছরের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণেরও চিন্তা করছে কোম্পানিটি।
খারাপ আবহাওয়ার কারণে প্রায় চারদিন পিছিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও, এই ইলেকট্রন রকেটে করে ১৫০ কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানান তারা। বিবিসি।
খারাপ আবহাওয়ার কারণে প্রায় চারদিন পিছিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও, এই ইলেকট্রন রকেটে করে ১৫০ কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানান তারা। বিবিসি।
খারাপ আবহাওয়ার কারণে প্রায় চারদিন পিছিয়ে রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে প্রথম উৎক্ষেপণে কোনো পণ্য পরিবহন না করলেও, এই ইলেকট্রন রকেটে করে ১৫০ কিলোগ্রামের মতো জিনিস কক্ষপথে পাঠানো যাবে বলেও জানান তারা। বিবিসি।