বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি এবার পুতিন

0
277

এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ও শান্তিতে নোবেল জয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে পিছনে ফেলে নতুন করে নাম লেখালেন পুতিন।
টাইম ম্যাগাজিনের পাঠক জরিপে বলা হয়েছে, এ বছর ৬ দশমিক ৯৫ পয়েন্ট নিয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকার শীর্ষে আছেন পুতিন। ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ‘সিএল’ নামে পরিচিত দক্ষিণ কোরিয়ার র‌্যাপ সঙ্গীত শিল্পী লি চে-রিন। এরপর শীর্ষ ৫ এর মধ্যে যথাক্রমে রয়েছেন পপ স্টার লেডি গাগা (২ দশমিক ৬ শতাংশ), রিহান্না (১ দশমিক ৯ শতাংশ) এবং টেলর সুইফ্ট (১ দশমিক ৮ শতাংশ ভোট)। আর শীর্ষ ১০ জনের মধ্যে আরো আছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা (১ দশমিক ৭ শতাংশ), নোবেল শান্তি পুরস্কার জয়ী পাকিস্তানি কিশোরী মালাল ইউসুফজাই (১ দশমিক ৬ শতাংশ) এবং পোপ ফ্রান্সিসও (১ দশমিক ৫ শতাংশ ভোট)। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা আছেন শীর্ষ ১০ জনের ঠিক পরের অবস্থানেই। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ১ দশমিক ৪ এবং ১ দশমিক ২ শতাংশ।