হংকং-ঝুহাই-ম্যাকাও নামের সেতুটি বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এটি সমুদ্রের ওপর নির্মিত বিশ্বের দীর্ঘতম সেতু। খবর সিনহুয়ার।
সেতুটি চীনের দু’টি বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয়ের সাথে দেশটির মূল ভূখণ্ড গুয়াংডং প্রদেশের সরাসরি সংযোগ স্থাপন করেছে। শুরুর দিন বুধবার ঝুহাই, হংকং ও ম্যকাও কাস্টমস ৫৫ কিলোমিটার দীর্ঘ এ সেতু দিয়ে যাতায়াতের সুযোগ করে দিতে কাস্টমস ছাড়পত্রের জন্য সার্বক্ষণিক সেবা দেবে।
কর্তৃপক্ষ জানায়, সেতুটি রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্প এবং শক্তিশালী ঘূর্ণিঝড় সহ্য করতে পারবে। বড় আকৃতির মালবাহী জাহাজের চলাচল নির্বিঘ্ন রাখতে সেতুর ৬ দশমিক ৭ কিলোমিটার অংশ পানির নিচে রাখা হয়েছে।
সেতুটির অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যারা সেতু পাড়ি দিতে চান তাদের কর্তৃপক্ষের থেকে বিশেষ অনুমতি নিতে হবে। এর জন্য সব যানবাহনকে দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টোল। এ সেতুতে কোনো গণপরিবহন থাকবে না। তবে যাত্রী ও পর্যটকদের জন্য থাকবে শাটল বাস। কর্তৃপক্ষ আশা করছেন প্রতিদিন অন্তত ৯ হাজার দুইশ যানবাহন এই সেতু দিয়ে চলাচল করবে। কর্মকর্তারা বলছে, সেতুটি চীনের অর্থনীতিতে ১ দশমিক ৪৪ ট্রিলিয়ন ডলার যোগ করবে। তবে কর্তৃপক্ষের এমন ব্যাখ্যা নিয়ে সমালোচকরা সংশয় প্রকাশ করেছেন। -বিবিসি