দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে? অনুষ্ঠানে কি কি থাকবে? উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দর না হলে টুর্নামেন্টের শুরুটাই ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। ভালো হলে মনে দাগ কাটে।
২০১২ লন্ডন অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান যেমন এখনও তরতাজা ক্রীড়াপ্রেমীদের মনে। ব্রাজিল বিশ্বকাপের কথাই ধরুন। জেনিফার লোপেজ আর পিটবুলের মঞ্চ মাতানো পারফরম্যান্স।
২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানও তেমনি হবে। ১৪ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচের ঘণ্টাখানেক আগে যা শুরু হবে।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে লুঝনিকি স্টেডিয়ামে। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামেই ১৫ জুলাই টুর্নামেন্টের ফাইনাল।
এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকছে? বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ ইতিমধ্যেই সবার মুখে মুখে। এই থিম সং নিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হবেন উইল স্মিথ আর নিকি জ্যাম।
এ ছাড়া অনুষ্ঠানে থাকবে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
রাশিয়ান সংস্কৃতির অনেক অজানা বিষয় ফুটিয়ে তোলা হবে অনুষ্ঠানে। মাঠভরা দর্শকদের সামনে জিমন্যাস্ট এবং ট্র্যামপোলিনিস্টদেরও পারফরম্যান্স দেখানোর কথা রয়েছে।