গত ২০১১ বিশ্বকাপেই বাংলাদেশের কাছে চট্টগ্রামে হেরেছিল ইংল্যান্ড। এবারও নাকি একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারে। আর সেই কথাটা জানালেন স্বয়ং ইংল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার জিওফ্রে বয়কট।আসলে, এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্স দেখে রীতিমতো বিরক্ত বয়কট।
বললেন, ‘আমাদের ক্রিকেটাররা নিজেদের যতটা দক্ষ ভাবে, ওরা মোটেই ততটা ভাল নয়৷ কিছুদিন আগে মর্গান সম্পর্কে এই কথাটা বলেছিলাম। এখন, ইংল্যান্ড দলের ক্ষেত্রেও কথাটা প্রযোজ্য৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রানে আমাদের শেষ ৭ উইকেট পড়েছে। পিচটা মোটেই ঘাসে ঢাকা ছিল না। বোলাররা খুব বেশি সুইংও পায়নি। আরামসে ২৭০ তোলা যেত৷ ইংল্যান্ড হয়ত এর পরও কোয়ার্টার ফাইনালে যাবে। স্কটল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তানকে হারালে শেষ আটের টিকিট পাওয়া যাবে। তবে সেটা নিয়েও আশঙ্কা আছে। কারণ, কোনও ঠিকঠাক দলকে হারানোর ক্ষমতা ওদের নেই।’



