প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির কারণ অনুসন্ধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে এনএসআই এর পরিচালককে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রীর হাঙ্গেরী গমনকালে বিমান বাংলাদেশ এয়াললাইন্স এর বিশেষ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে কো-অপ্ট করা হয়েছে।

এর ফলে কমিটির সদস্য সংখ্যা পাঁচ এ উন্নীত হলো। এছাড়া তদন্ত প্রতিবেদন জমা দেবার সময় সাত কার্যদিবস বাড়ানো হয়েছে।

এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। গত ২৮ নভেম্বর এ কমিটি গঠিত হয়।